News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা হবে - আশায় কালাম অনুসারীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৭ পিএম দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা হবে - আশায় কালাম অনুসারীরা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পুরোদমে মাঠে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণার কাজে। অন্যদিকে যারা মনোনয়ন প্রত্যাশী থেকে বঞ্চিত হয়েছিলেন তারা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে সকলে একমঞ্চে চলে আসনে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ও মহানগর বিএনপির নেতা আবু জাফর আহম্মেদ বাবুল। তাদের ঐক্যে মাসুদুজ্জামান মাসুদ শিবিরে চিন্তার ভাজ ফেলে দিতে সক্ষম হলেও অল্প সময়েল মধ্যে ইউটার্ন নিয়ে মাসুদুজ্জামান মাসুদের দিকে ঝুকে পড়েন আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু দমে যায়নি মনোনয়ন বঞ্চিতরা। বর্তমানে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নিজেদের মধ্যে মনোনয়ন নিয়ে তেমন বাক্য বিনিময় না হলেও সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে চলেছেন। তবে নিজ অনুসারীদের এখন আশ্বস্ত করে চলেছেন যে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা হবে।

বন্দরে অ্যাডভোকেট আবুল কালাম এর অনুসারীরা এখনো আশাবাদী যে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করা হবে। আর শেষ সময় এসে আবুল কালামকে দল থেকে মূল্যায়ন করা হবে।

যদিও ইতোমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যদি দল থেকে মনোনীত প্রার্থী পরিবর্তন করে আবুল কালামকে দলের প্রার্থী না করা হয় তাহলে হয়তো বা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন অ্যাডভোকেট আবুল কালাম।

কিন্তু আবুল কালাম এবং আবুল কাউসার আশার অনুসারীরা বলছেন স্বতন্ত্র নয় বরং দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এখনো তাদের আলোচনা চলমান রয়েছে। বর্তমানে ঘোষিত মনোনয়নই চুড়ান্ত মনোনয়ন না, শেষ মুর্হূতে দল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামকে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলেন এখনো আস্থা রাখতে চাইছেন তার অনুসারীরা।

Islam's Group