News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

রিয়াজ পাবলিক স্কুলে ইপিলিয়ন ফাউন্ডেশন স্কলারশিপ অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:১৭ পিএম রিয়াজ পাবলিক স্কুলে ইপিলিয়ন ফাউন্ডেশন স্কলারশিপ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দরে রিয়াজ পাবলিক স্কুলে ইপিলিয়ন ফাউন্ডেশন স্কলারশিপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন এবং ডিরেক্টর আবু সালেহ মুসা সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সার্টিফিকেট তুলে দেন।

জানা যায়, ইপিলিয়ন গ্রুপ শুরু থেকে নারায়ণগঞ্জ অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কমিউনিটি উন্নয়ন সহ বহু সামাজিক উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ইপিলিয়ন ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। বন্দর উপজেলার সকল মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণীত করার লক্ষে এই শিক্ষা বৃত্তি শুরু করা হয়েছে।

এ বছর এই বৃত্তি পরীক্ষায় বন্দর উপজেলার ২৫ টি স্কুল অংশগ্রহণ করবে। প্রতিটি স্কুল থেকে ৫ জন নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে গত ২২ নভেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা মূল্যায়নে মেধা তালিকায় ১৭ টি স্কুলের ৫০ জন শিক্ষার্থী বৃত্তির জন্যে মনোনীত হয়েছেন।

শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করেন, এই বৃত্তি শুধু কোনো আর্থিক সুবিধা না বরং এক অনন্য অনুপ্রেরণা তাদের স্বপ্নকে এক ধাপ এগিয়ে নিতে।

Islam's Group