News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সিটি পার্কের লেক থেকে মরদহে উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:২৮ পিএম সিটি পার্কের লেক থেকে মরদহে উদ্ধার

শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সিটি পার্কের লেক থেকে রিপন সরদার (৫০) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১০ ডিসেম্বর বিকেলে দেওভোগ পাক্কা রোডের লেকের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। নিহত রিপন বরিশালের উজিরপুরের প্রয়াত জলিল সরদারের ছেলে। নারায়ণগঞ্জ নগরীর তাঁতীপাড়া এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের বরাতে পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন জানান, রিপন সরদার বড়শি দিয়ে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে বড়শি নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে তিনি আর বাড়িতে ফেরেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দূর থেকে আম গাছের নিচে একটি হাত ভাসতে দেখে সন্দেহ হয়। পরে লেকপাড়ে নেমে দেখি একজন মানুষের লাশ ভাসছে। তখন আশেপাশের মানুষ জড়ো হলে তারা পুলিশকে খবর দেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Islam's Group