News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বইনামা লেখক পুরস্কারের জন্য পান্ডুলিপি আহবান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৮:৩২ পিএম বইনামা লেখক পুরস্কারের জন্য পান্ডুলিপি আহবান

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বইনামা লেখক পুরস্কার। এবার নতুন লেখকদের জন্য থাকছে এ পুরস্কার। যারা দীর্ঘদিন লেখালেখির সঙ্গে যুক্ত কিন্তু বই প্রকাশ করেননি তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় শিশুসাহিত্য, কিশোর সাহিত্য, কথাসাহিত্য, কবিতা, অনুবাদ, আত্মজীবনী, প্রবন্ধ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার ও আত্মউন্নয়ন, ইসলামি সাহিত্য বিভাগে অংশ নেওয়া সেরা ১০ জন লেখকের বই প্রকাশ করবে বইনামা প্রকাশন।

পুরস্কার হিসেবে থাকছে ১০ বিভাগ থেকে বিজয়ী ১০ জনের জন্য নগদ অর্থসহ বই, নির্বাচিত ১০০ পান্ডুলিপি বই আকারে প্রকাশের বিশেষ সুবিধা এবং বিজয়ী ও নির্বাচিত লেখকদের ‘সম্মাননা’।

বাংলাদেশি যে কোন বয়সী লেখক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে লেখকের প্রথম বইয়ের পান্ডুলিপি জমা দিতে হবে। বিষয় ও শব্দসংখ্যা উন্মুক্ত।

এ বিষয়ে বইনামা’র স্বত্বাধিকারী রাশেদুল হাসান বলেন, ‘নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকের সন্ধ্যানে ব্যতিক্রমী এ আয়োজন। এর মাধ্যমে আমরা এমন কিছু লেখককে তুলে আনার চেষ্টা করবো যারা বাংলা সাহিত্যে দ্যুতি ছাড়াবেন।’

আগামী ৩১ আগস্টের মধ্যে পান্ডুলিপি [email protected]  ইমেইলে পাঠানো যাবে। সেপ্টেম্বরে নির্বাচিত পান্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে।

Islam's Group