News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

মেট্রোরেলে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্তির দাবিতে হরতালের হুশিয়ারী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৬ পিএম মেট্রোরেলে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্তির দাবিতে হরতালের হুশিয়ারী

মেট্রোরেল এমআরটি লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী ও মদনপুরকে যুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করেই আমরা নারায়ণগঞ্জবাসী নামের সামাজিক সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন চাষাঢ়া বাগে জান্নাত এলাকাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। 

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এবিসিদ্দিক, নারায়ণগঞ্জ  প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর সেক্রেটারি নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুবউদ্দিন , চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, এক্স ক্যাডেটস এসোসিয়েশন জেলা সভাপতি ফারুক আহাম্মদ রিপন, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা তাওরাত হোসেন বকুল, জাহাঙ্গীর কবির পোকন, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, এম এ শাহীন, পপি রানি সরকার, মাকিদ মোস্তাকিম শিপলু সহ আরো অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, মেট্রোরেল এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া কোন ভাবেই মেনে নেয়া হবেনা। প্রয়োজনে গণঅনশন, অবস্থান কর্মসূচী, সড়ক অবরোধসহ হরতালের মতো কঠোর কর্মসূচী দেয়া হবে। 

Islam's Group