নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ নির্বাচন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি ও জেলা যুবদলের সাবেক নেতা বদিউজ্জামান বদু। ১৯ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম সানির কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এদিকে ২২ নভেম্বর নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি ও বোর্ড সদস্যদের কাছে জমা দেন বদিউজ্জামান বদু। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ক্লাব মেম্বার ওবায়দুল্লা, ক্লাব মেম্বার শাহিনূর, নীট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, দুলাল মল্লিক, ক্লাব মেম্বার কাজল, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য মোহাম্মদ আলী হায়দার, নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ সভাপতি মারুফ আহম্মেদ বাবু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মজিবুর রহমান, পরিচালক তাইজ উদ্দিন সাবেক পরিচালক হাজী কামাল, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য মনির হোসেন, কুতুব উদ্দিন আহমেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাকির হোসেন এবং সদস্য হিসেবে জি এম হায়দার আলী বাবলু ও শংকর সাহা।
আগামীকাল ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ২৬ নভেম্বর আপিল শুনানি শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৭ ও ২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আগামী ২০ ডিসেম্বর শনিবার সকাল ৯টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সভাপতি পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ১ জন এবং পরিচালক পদে ৮ জন সর্বমোট ১১টি পদে নির্বাচন হবে।








































আপনার মতামত লিখুন :