নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্যদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শনিবার সন্ধ্যায় ক্লাব সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এর নিকট পূর্বনির্ধারিত বিধি ও আনুষ্ঠানিকতা অনুসরণ করে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
মনোনয়ন দাখিলের সময় প্রার্থীর পক্ষের একাধিক সিনিয়র সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তারা আলহাজ্ব এম. সোলায়মান এর ক্লাব উন্নয়ন, সুগ্রাসন প্রতিষ্ঠা এবং সদস্যদের কল্যাণে দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ পরিবেশে মনোনয়ন জমা কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আলহাজ্ব এম. সোলায়মান ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নারায়ণগঞ্জ ক্লাবকে একটি আধুনিক, সেবামুখী ও সমৃদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ক্লাবের সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং সদস্যসেবার মানোন্নয়নে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করেন।
আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে ক্লাবের সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা একটি উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।








































আপনার মতামত লিখুন :