ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর অংশ থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি-পিকআপ জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।
শুক্রবার ১২ জুলাই গভীর রাতে মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত কারবারিরা হলেন, নেত্রকোনার বারহাট্টা থানার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল হাদি(২৮) ও লালমনিরহাটের মকবুল হোসনের ছেলে শাকিনুর রহমান সোহেল(২৬)।
(ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, আমাদের একটি মোবাইল টিম গোপন সংবাদ মাধ্যমে মাদকসহ কারবারি আটক করেছে। এরা নিয়মিত মহাসড়ক দিয়ে মাদক পারাপার করে আসছিল। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :