অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস চুরি রোধে নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সোমবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার পরিচালিত হয় অভিযান।
এতে বলা হয়েছে, সোনারগাঁও উপজেলার নোয়াইল-দুলালপুর এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে আনুমানিক ৫ হাজার ৫০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি একটি চুনা কারখানার ৩টি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আপনার মতামত লিখুন :