News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ফতুল্লার দেলপাড়ার তানভীর নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৮:৫৮ পিএম ফতুল্লার দেলপাড়ার তানভীর নিখোঁজ

কাজের সন্ধানে বের হয়ে আর ফিরে আসনি তানভীর হাসান (৩৩) নামের যুবক। নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও পুলিশ নিখোঁজ যুবক তানভীরের খোঁজ পায়নি। তানভীরের সন্ধানে তার মা দ্ধারে দ্ধারে ঘুরে ফিরছে।
নিখোঁজ তানভীর ফতুল্লার দেলপাড়া খায়ের আহম্মদের ছেলে।


নিখোঁজ তানভীরের মা মনোয়ারা বেগম জানায়, তার ছেলে এক সময় মুদি দোকানদার ছিলো। সেই ব্যবসায় লস হওয়ায় নিখোঁজের এক মাস পূর্বে দোকান ছেড়ে দেয়। বেশ কিছুদিন বেকার থাকার পর চলতি বছরের এপ্রিল মাসের ২৩ তারিখ সকাল সাড়ে আটটার দিকে কাজের সন্ধানে বাসা থেকে বের হয়। তারপর সে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। ছেলের সন্ধান না পেয়ে তিনি ফতুল্লা থানায় সাধারন ডায়েরী করেন।


সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সঞ্জিব জানায়, তদন্তে নেমে তিনি জানতে পারেন নিখোঁজ তানভীরের নিকট স্থানীয় অনেকেই টাকা পেতেন। নিখোঁজ হওয়ার দিন সে বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে।  এরপর থেকেই তার নাম্বার টি বন্ধ পাওয়া যায়। তাকে উদ্ধারে সর্বচ্চো গুরুত্ব দিয়ে চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

Islam's Group