News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৯ পিএম আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামে রোববার ১৪ সেপ্টেম্বর পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থী দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো হাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান আনিছ(৭) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

স্থানীয়রা জানান, তার বাড়ির পাশেই খেলছিলো। দুপুরে তাদের দুজনের দেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পেটে অতিরিক্ত পানি প্রবেশ করাতে তাদের মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের সে সময়ের চিকিৎসক জানিয়েছেন।”

Islam's Group