News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

বন্দরে গ্রামীণ জুয়েলার্সে চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৯:৫৮ পিএম বন্দরে গ্রামীণ জুয়েলার্সে চুরি

বন্দরে গ্রামীণ জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে উল্লেখিত প্রতিষ্ঠানে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার ও ২০০ ভরি রূপা চুরি করে নিয়ে যায়।

শনিবার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টায় বন্দর উপজেলার ঘারমোড়াস্থ শান্তনা মার্কেটে এ চুরি ঘটনা ঘটে।

এ ঘটনায় উল্লেখিত জুয়েলার্স মালিক শাহাবুদ্দীন মিয়া বাদী হয়ে রোববার ১৪ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, বন্দর উপজেলার ঘারমোড়া কোনাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে শাহাবুদ্দিন মিয়া দীর্ঘ ২৫ বছর ধরে ঘারমোড়াস্থ শান্তনা মার্কেটে জুয়েলার্সের ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাত ১০টায় দোকান মালিক জুয়েলার্স বন্ধ করে তার বাড়িতে যায়। ওই সুযোগে ওই রাত দেড়টায় অজ্ঞাত নামা চোরের দল প্রতিষ্ঠানের টিনের চালা ও লোহার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সুকেছে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা ও ২০ ভরি রূপা যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।  অভিযোগ  পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Islam's Group