News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১০:২৬ পিএম বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

নারায়ণগঞ্জে বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

শনিবার ২২ নভেম্বর রাত ৭ টার দিকে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন, ফেনী জেলার বাসিন্দা নাহিদ হাসান (২২), পাবনা জেলার বাসিন্দা কামাল হোসেন (৪৫), নোয়াখালী জেলার বাসিন্দা তাইজুল ইসলাম (৩৫), জামালপুর জেলার বাসিন্দা ফেরদৌস (৩৫), কুষ্টিয়া জেলার বাসিন্দা তোরাব আলী (৫৫) ও নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।

এদের মধ্যে নাহিদ হাসান ৪০ শতাংশ, কামাল হোসেন ২৬ শতাংশ, তাইজুল ১২ শতাংশ, ফেরদৌস ১০ শতাংশ, তোরাব ১৬ শতাংশ এবং আতিকুরের ২৭ শতাংশ শরীর পুড়ে গেছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা আবদূর রহিম বলেন, রাত ৭ টার দিকে বিকট শব্দে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ হয়। সাথে সাথেই সেখান থেকে ৬ জনকে উদ্ধার করা হয় দগ্ধ অবস্থায়। এরপর তাদের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ৬ জনের শরীরেই দগ্ধ হয়েছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে।

বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুল্লাহ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়েছি একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারন তদন্ত করা হবে।’

Islam's Group