News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৩:২৮ পিএম শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর  করেছেন আদালত। 

বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুপক্ষের যুক্তি তর্ক শুনে শুনানী শেষে এই আদেশ দেন।

এর আগে মামলায় আইভী পক্ষের আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। 

মামলা সূত্রে জানা যায়, সজল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় একটি জুতা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০  জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সজল। এই ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো এক থেকে দেড় শতাধিক ব্যাক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আইভীর পক্ষের আইনজীবি বলেন, আদালতে আমরা সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন। আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে আমরা ন্যায় বিচার পাইনি। তাই আমরা উনার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাবো।

রাষ্ট্র পক্ষের আইনজীবি বলেন, সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানি শেষে বিজ্ঞ আদালত সেটি নামঞ্জুর করেন। আমরা আশা করি এতে করে আইভী দীর্ঘদিন জেল হাজতে থাকবে।

Islam's Group