News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

রূপগঞ্জে মামুন হত্যা মামলার আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৩৪ পিএম রূপগঞ্জে মামুন হত্যা মামলার আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার ছুড়া গুলিতে নিহত ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি রাসেল ফকির (২৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। মঙ্গলবার ৮জুলাই রাত ৯টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাখান থানাধীন রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ফকির রূপগঞ্জ গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে এবং মামুন হত্যা মামলার ৩নং আসামি।

র‌্যাব জানায়, ১০জুন সংঘটিত হত্যাকান্ডের পর র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার গোয়েন্দা নজরাদারি বৃদ্ধি করে। সেই ধারাবাহিকতায় সঠিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে হবিগঞ্জ জেলায় অভিযান চালিয়ে রাসেল ফকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ফকির কে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন বিকালে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। এলাকায় খোকাকে আটক করার খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় মামুন ভুঁইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভুঁইয়া নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে। এ হত্যার ঘটনায় নিহত মামুনের বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

Islam's Group