News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বিএনপির বিজয় র‍্যালীতে হিজড়ার অশালীন নাচানাচি, ভিডিও ভাইরাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৯:১৬ পিএম বিএনপির বিজয় র‍্যালীতে হিজড়ার অশালীন নাচানাচি, ভিডিও ভাইরাল

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে বিজয় র‍্যালী পালন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা। দলটির নেতাকর্মীরা দিনটি নানাভাবে উদযাপন করলেও একটি ঘটনায় সমালোচনার মুখে পড়েছে। র‍্যালি পালনকালের একটি ভিডিওতে হিজড়া নাচিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিজয় র‍্যালী পালনের ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে,একটি মিনি পিক-আপের উপর বিএনপি দলীয় বেশ কয়েকজন কর্মী সমর্থক সাউন্ড বক্সে উচ্চ সুরে গান বাজিয়ে নাচানাচি করছেন। এসময় ওই গাড়িতে তাদের সঙ্গে তিনজন হিজড়াও অশালীন অঙ্গভঙ্গিতে নেচে যাচ্ছেন। যা সামাজিকভাবে র‍্যালীকে বিতর্কে ফেলেছে। 

সাধারণ মানুষের মতে, ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন উপলক্ষে আনন্দ করতে গিয়ে সামাজিকতা হারিয়ে ফেলেছে অতিউৎসাহী বিএনপি নেতাকর্মীরা। যার ফলে হিজরাদের দিয়ে এমন কান্ড ঘটিয়েছে। 

র‍্যালী আয়োজনের দায়িত্বে থাকা ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলে, আমরা আনন্দ র‍্যালী পালনের সময়ে হিজড়ারা আমাদের সঙ্গে আনন্দ করেছে। আমরা বলিনি তারাই নিজ থেকে এসেছে। তারা যেহেতু আমাদের দেশের বাসিন্দা তাদেরওতো আনন্দ করার অধিকার রয়েছে। আমরা সবাই মিলেমিশে বসবাস করি। এটা নিয়ে ভাই অন্যখ্যাতে নিবেন না।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি উকিল উদ্দিন ভুঁইয়া বলেন, হিজড়া দিয়ে অশালীনভাবে নাচানোর বিষয়টি আমার জানা নেই। আমি যেহেতু জেলায় পর্যায়ে রাজনৈতিক করি আমাকে ওই পোগ্রামের জন্য বলা হয়েছিল। আমি অল্প কিছুক্ষণ বক্তব্য দিয়ে চলে গিয়েছে। তবে হিজড়া দিয়ে নাচানাচির বিষয়টি আমার নজরে আসেনি যার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

Islam's Group