এনটিসিসি বাবুরাইল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ১০ অক্টোবর শুক্রবার বিকেলে ১নং বাবুরাইল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাপিগ্রæপ আর রানার্সআপ হয়েছে এফসিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা। তিনি চ্যাম্পিয়ন হ্যাপি গ্রæপের হাতে ট্রফি এবং ২৫ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন।
বিভা বলেন, সুস্থতা হলো আল্লাহ তা'আলা নেয়ামত এবং সুস্থ থাকতে হলে আমাদের সন্তানদের খেলাধুলায় মনোযোগী দিতে হবে। আমি বাবা মাদেরকে বলব পড়ালেখার জন্য যেমন চাপ দেন পাশাপাশি সন্তানদের খেলার একটু সুযোগ করে দিবেন। আমাদের সমাজে খেলাধুলা হারিয়ে যাচ্ছে বললেই আমাদের সন্তানেরা মাদকাসক্ত হচ্ছে কিশোরগ্যাং হচ্ছে মোবাইলে আসক্ত হচ্ছে। তাই সন্তানদেরকে বাসার মধ্যে বন্দি করে রাখবেন না। তাদের খেলাধুলা করার জন্য মাঠে পাঠাবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক এ. ওয়াই. এম হাসমত উল্লাহ্, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নিজাম উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, মো. শাহনেওয়াজ শাহিন, মো. আব্দুর রহমান লিটন, মো. কামরুল হাসান দর্পন, সালেহ মোহাম্মদ মুসা, রফিকুল ইসলাম লাভলু,লিখন সরদার, মাহাবুব হোসেন, ইসাক আহাম্মেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :