বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শ্রম আদালতে এ কে এম আতিকুল হক ভুঞা নামে বিকেএমইএর চাকরিচ্যুত একজন কর্মচারী এই মামলা করেছেন।
নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মো. হেলাল উদ্দিন মামলাটি গ্রহণ করে বিকেএমইএর পক্ষে সভাপতি এম এ হাতেমকে সমন নোটিশ জারি করেছেন। তাদেরকে আগামী ১৯ জানুয়ারি জওয়াব দেয়ার জন্য বলা হয়েছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট সানজিদা আক্তার বলেন, আদালত আমাদের মামলাটি গ্রহণ করেছেন। সেই সাথে বিবাদীকে সমন নোটিশ দেয়া হয়েছে। তারা পরবর্তী তারিখে এটার জওয়াব দিবেন।
তিনি আরও বলেন, এ কে এম আতিকুল হক ভুঞা ২০০৯ সালের ১৯ জুলাই বিকেএমইএতে ফায়ার ইন্সট্রাক্টর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০৯ সালের ১ আগস্ট যোগদান করেন। বিকেএমইএতে কর্মরত অবস্থায় এ কে এম আতিকুল হক ভুঞা পদোন্নতি পেয়ে সর্বশেষ সিনিয়র ডেপুটি সেক্রেটারি (ফায়ার) হিসাবে কর্মরত ছিলেন। তার সর্বশেষ মাসিক বেসিক বেতন ছিল ২৮ হাজার ৮০০ টাকা এবং মোট মজুরী ৪৭ হাজার ১২০ টাকা। কিন্তু তাকে কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয় এবং শ্রম আইন অনুযায়ী তার পাওনা পরিশোধ করা হয়নি। আমরা এই পাওনা পরিশোধের জন্য মামলা করেছি।








































আপনার মতামত লিখুন :