News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

এখনো হুমকির আশঙ্কা করছি : মোবাশ্বির শ্রাবণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৩:১২ পিএম এখনো হুমকির আশঙ্কা করছি : মোবাশ্বির শ্রাবণ

বাংলাদেশ প্রতিদিনের মোবাশ্বির শ্রাবণ বলে, বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকরা কখনোই নিরাপদ থাকতে পারে না। কোনো না কোনোভাবে তাদের হয়রানির শিকার হতে হয়। সেটা হোক পূর্বে কিংবা বর্তমানে। এখন যারা রয়েছে তারও করছে,অতীত যারা ছিল তারাও করে গিয়েছে। এককথায় আমরা এখান থেকে বের হতে পারছি না এটাই বড় সমস্যা। জুলাই আন্দোলন চলাকালীন সময়ে একটা ভয়াবহ অবস্থা ছিল। সেসময় সাংবাদিক ক্যামেরা কিংবা মোবাইল বের করা মাত্রই মারধর করা হতো। আমরা ভয়ে ভয়ে সাংবাদিকতা করেছি। এরপর তো গণঅভ্যুত্থান ঘটে। মূলত জুলাই যোদ্ধা হিসেবে পুরস্কার পেয়ে আমার অনুভূতি হচ্ছে কাজ করতে আমাকে আর বেশি অনুপ্রাণিত করবে। এটা ভালো সিদ্ধান্ত ছিল তাদের। 

তিনি বলেন, পরিবর্তিত দেশে সাংবাদিক করতে গিয়ে এখন পর্যত হুমকির শিকার হইনি তবে হবো বলে আশঙ্কা আছে। পরিস্থিতি অতীতে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। পরিস্থিতি একটুও পরিবর্তন হয়েছে বলে আমার মনে হচ্ছে না।

১১ আগস্ট রাতে মো. আকাশের সঞ্চালনায় নিউজ নারায়ণগঞ্জের এক অনলাইন আলোচনায় শ্রাবন এসব কথা বলেন।

Islam's Group