News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

আইভী ধমকাতেন, শামীম ওসমান শাসাতেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:১২ পিএম আইভী ধমকাতেন, শামীম ওসমান শাসাতেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার বলেছেন, ২০১১ সালে আমি নির্বাচনে পাশ করলাম। সেসময় জিয়া হলে আমাকে বেসরকারীভাবে ঘোষণা করা হলো। পরদিন সকালে শামীম ওসমানের ফোনের কারণে বেসরকারি ফলাফলের যে রেজাল্ট শীট সেটা আমাকে না দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মেয়েকে দেওয়া হলো। এটা নিয়ে আমি সারাদিন যুদ্ধ করে গেছি। তাদের রেজাল্ট সিট নিতে দেইনি। সেসময় পরিস্থিতি সম্পর্কে আমাদের দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক সাহেবকে বিষয়টি অবগত করেছিলাম। এবং উনার মধ্যমে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে বলা হয়েছিল। পরবর্তীতে সাখাওয়াত সাহেব এখানে ফোন করা সত্বেও শামীমের কারণে আমি রেজাল্ট শীট পাইনি। তখন আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী আমাকে হুমকি দমকি দিলে আমি চ্যানেলের আই এর একজন সাংবাদিকের সঙ্গে কথা বলি। শেষমেশ আমাকে রেজাল্ট সিটটা দেওয়া হয়নি। পরবর্তীতে ২০১৬ সালে জনতা আমাকে যেভাবে ভোট দিয়েছে এককথায় বিস্ফোরণ ঘটেছে। ২০১৬ সালের নির্বাচনে শামীম ওসমান রিটার্নিং অফিসারকে ফোন করে বলছিল কেন্দ্রে ভোটের ব্যবধান কম আছে, আমার প্রার্থীকে ফেল করানো হচ্ছে। ঠিক ওই সময় আমি তার কথার প্রতিবাদ জানিয়ে বলেছি যদি ভোটের ফলাফল না দেওয়া হয় তাহলে আমি সরাসরি লাইভে চলে যাবো। ভোটারদের নিয়ে নারায়ণগঞ্জ ক্লাব ঘেরাও করার হুমকি দিয়েছিলাম।

শুধু শামীম ওসমান-ই নয় মেয়র আইভীরও তার প্রতি ক্ষোভ ছিল জানিয়ে দিনা বলেন, আইভী আপা আমাকে সবচেয়ে অপছন্দ করতেন। তিনি আমাদের বিএনপি নেতা হাসান ভাইয়ের স্ত্রী বিভা হাসানকে পছন্দ করতো। সে ছিল আইভী আপার একেবারে ঘরের লোক। আবার শাওন অংকনও তার কাছের মানুষ ছিল। তারাই ছিল আইভী আপা আত্মার মানুষ। সিটি করপোরেশনের ৯ জন নারী কাউন্সিলরের মধ্যে আমিই সবচেয়ে বেশি অবহেলিত ছিলাম। আমাকে বঞ্চিত করা হতো। তিনি ক্ষমতায় (আইভী) থাকাকালীন সময়েও আমার সঙ্গে যে অবিচার করেছিল সেটা আমি নিউজ নারায়ণগঞ্জের মাধ্যমে বলেছিলাম। উনি আমাকে পছন্দ করতো না। তার ক্ষোভ ছিল উনি যখন মুজিব শতবার্ষিকী পালন করলো সেখানে আমি উপস্থিত হইনি। করোনাকালীন সময়ে আইভী আপা হঠাৎ ট্যাক্স বাড়িয়ে দিল। ওই সময়ের ক্রান্তিকালের পরিস্থিতিতে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ করায় আমাকে বিকট চেহারার অঙ্গিভঙ্গি করে সরাসরি ধমকানো শুরু করলো। কাউন্সিলর খোরশেদ ভাই ও হান্নান সরকারের সামনেই ঘটেছে এটা। একজন জনগণের প্রতিনিধি হিসেবে আমি জনগণের হয়ে কথা বলায় তিনি আমার সঙ্গে এমন আচরণ করে। মূল কারণ বঙ্গবন্ধুর প্রোগ্রাম আমি কেন আসিনি। তখন আমি তাকে সরাসরি বলেছি ওইটা আপনার ব্যাক্তিগত প্রোগ্রাম, আমি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। তখন আইভী আপা বলে উঠে বঙ্গবন্ধু সবার। সত্যি কথা বলতে তলেতলে সবাই মেয়রের সামনে এসে শামীম ওসমানের বদনাম করতো আবার শামীম ওসমানের সামনে গিয়ে আইভীর। এটা আমি করতাম না। ২০১৮ সালেই শামীম ওসমান আমাকে ফোন করে রাইফেল ক্লাবে গিয়ে আওয়ামী লীগে যোগ দিতে বলেছিলো। আমি তাকে সরাসরি বলেছি ফাঁসি দিলেও যোগ দিবো না। কারণ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি পছন্দ করি।

নিউজ নারায়ণগঞ্জের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

Islam's Group