News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ অবরোধ অগ্নিসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৯:০১ পিএম রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ অবরোধ অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রড তৈরি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে করে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা।

বুধবার ২৯ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুইশতাধিক শ্রমিক কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দিয়ে দিচ্ছি করে ঘুরাচ্ছেন। বকেয়া বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাকিতে সদাই কিনে বিপাকে পড়েছেন শ্রমিকরা। দোকানদাররা পাওনা টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন এবং বাকিতে আর সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও  বাড়ি ভাড়ার টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন ভাতা পরিষদের আশ্বাস দেন।

মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশেষ করার চেষ্টা করলে শ্রমিকরা তা মেনে নেয়নি। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। দুপুর একটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।

কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিষদের চেষ্টা করেছিলাম শ্রমিকরা তা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Islam's Group