News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে যুবক গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:১৭ পিএম পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত পৌণে ২টায় এ ঘটনা ঘটে। আটককৃত ওই যুবকের নাম সামসুল হুদা সেলিম (৩৬)।

পুলিশ জানায়, মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেল আরোহী ট্রাক থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং ট্রাকের কাগজপত্র নিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে। পরে ট্রাকের হেলপার মো. আহাদ আলীকে মোটরসাইকেলে তুলে মদনপুর লেডিস পাম্পের দিকে যেতে নির্দেশ দেয় চাঁদাবাজ। এ সময় ৯৯৯ নাম্বারে কল পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মো. সামসুল হুদা সেলিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ট্রাকের কাগজপত্র ইয়ামাহা এফ-জেড (ভার্সন-৩) মোটরসাইকেল ও নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Islam's Group