নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত পৌণে ২টায় এ ঘটনা ঘটে। আটককৃত ওই যুবকের নাম সামসুল হুদা সেলিম (৩৬)।
পুলিশ জানায়, মদনপুর স্ট্যান্ড সংলগ্ন ঢাকাগামী লেনে একটি মোটরসাইকেল আরোহী ট্রাক থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয় এবং ট্রাকের কাগজপত্র নিয়ে ১ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে। পরে ট্রাকের হেলপার মো. আহাদ আলীকে মোটরসাইকেলে তুলে মদনপুর লেডিস পাম্পের দিকে যেতে নির্দেশ দেয় চাঁদাবাজ। এ সময় ৯৯৯ নাম্বারে কল পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মো. সামসুল হুদা সেলিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ট্রাকের কাগজপত্র ইয়ামাহা এফ-জেড (ভার্সন-৩) মোটরসাইকেল ও নগদ ১০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :