আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ শিক্ষক সমাজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই সভা করেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ আদর্শ স্কুল, আদর্শ মহিলা মাদরাসা এবং মর্গ্যান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়কালে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকার ওপর জোর দেন।
শিক্ষকদের আন্তরিকতা ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, শিক্ষকরা আন্তরিক হলে ছাত্রদের পড়াশোনার উন্নয়ন হয়। আমার প্রত্যাশা, কোনো ছাত্র এ প্লাস না পেলে শিক্ষকদের জবাবদিহিতা থাকতে হবে।
তিনি ধর্মীয় অনুশাসন পালনের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, স্কুলের কর্মঘণ্টার মধ্যে আযান হলে নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল (সাঃ) সারাদিন ক্ষমা চাইতেন, এজন্য আমাদের আল্লাহর কাছে মাফ চাইতে হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন ঘোষণা হয়েছে। আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দেশের সব মানুষ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে। তাই আমরা শিক্ষকদের সাথে মতবিনিময় করছি। আপনারা (শিক্ষকরা) জাতির বিবেক।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, শিক্ষক ফেডারেশনের চেয়ারম্যান শামসুল হক, এবং নারায়ণগঞ্জ শিক্ষক ফেডারেশনের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন আদর্শ স্কুলের সিনিয়র শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ।
মতবিনিময় সভা শেষে শিক্ষকদের পক্ষ থেকে এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।








































আপনার মতামত লিখুন :