নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আবারও স্বেচ্ছাসেবক নিয়োগ দিলো বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সাথে আলোচনার মাধ্যমে এই স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়। এদিন থেকে ২২ জন স্বেচ্ছাসেবী নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ করবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএর সহ সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মো. আবু জাফর, পরিচালক সোহেল আক্তার সোহান ও আহমেদুর রহমান তনু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গত ১২ আগস্ট শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছিলো বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।








































আপনার মতামত লিখুন :