আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিএনপির আন্দোলন সংগ্রামে থাকা একাধিকবার কারানির্যাতিত নেতা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
ওই সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর ও ফারুক হোসেন এর নেতৃত্বে মহানগর বিএনপির শাহরিয়ার চৌধুরী ইমন, মাকিদ মোস্তাকিম শিপলু সহ সমগ্র জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে শ্লোগানে শ্লোগানে স্বাগত জানান।
বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে এটিএম কামালের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছায় আবেগাপ্লুত হয়ে পড়েন এটিএম কামাল। নেতাকর্মীদের পরম মায়ায় জড়িয়ে ধরেন অশ্রুসিক্ত চোখে। নেতাকর্মীরাও তাকে কাছে পেয়ে এবং বিএনপিতে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসময় এটিএম কামালের সঙ্গে দেশে ফিরেন তার সহধর্মিনী। এটিএম কামালকে অভ্যর্থনা জানাতে সেখানে তার একমাত্র ছেলে নাহিন মোজতাবা সোহান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাশেম বাবু।
গত ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২২ সালের ১৮ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী প্রধান এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তৈমূর আলম খন্দকারের সঙ্গে এটিএম কামালকেও বহিষ্কার করে দেয় কেন্দ্রীয় বিএনপি।
ছাত্রদল যুবদলের রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন এটিএম কামাল। ২০০৯ সালে নারায়ণগঞ্জ তৎকালীন শহর বিএনপির সম্মেলনে ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন তিনি। এরপর একই পদে থেকে ২০১৭ সালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামীলীগ সরকারের প্রায় ১৫টি বছর তিনি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে দলের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন।








































আপনার মতামত লিখুন :