News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

অনেকেই মনে করেন রাজনীতি মানেই ব্যবসা বাণিজ্য : গিয়াস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৫৬ পিএম অনেকেই মনে করেন রাজনীতি মানেই ব্যবসা বাণিজ্য : গিয়াস

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমি যখন ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হই তখন আমি ফতুল্লা এলাকা ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করি। পরে সমস্যা সমাধানে বেগম খালেদা জিয়ার এপিএসের কাছে গেলে দেখতে পাই বিভিন্ন এলাকায় ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে। তখন আমিও আমার নিজ এলাকা ফতুল্লার জন্য দুইটি ব্রিজ নির্মাণের দাবি করলে সে প্রত্যাখান করে বলেন, এই মুহূর্তে ঢাকা বিভাগের কোনো জেলায় ব্রিজ নির্মাণের অর্থ বরাদ্দ দেওয়া হবে না। তখন এলাকাবাসীর স্বার্থে নিজের অর্থের বিনিময়ে দুটি ব্রিজ পাশ করে নিয়ে আসি। একটি হচ্ছে কাশীপুর ব্রিজ এবং আরেকটি হচ্ছে আলীরটেক ব্রিজ। তখন আমার কয়েকজন সহকর্মী এই ব্রিজের ঠিকাদার হতে চেয়েছিল। কিন্তু আমি সরাসরি না করে বলি, আমার কোনো লোক ঠিকাদার হতে পারবে না। কারণ আমার কোনো অনুসারী ব্রিজের ঠিকাদারী হলে তাহলে নিরর্থক হয়ে যাবে আমার উন্নয়ন। আমি এমপি থাকা অবস্থায় কেউ বলতে পারবে না আমি নারায়ণগঞ্জে ঠিকাদার থেকে শুরু করে কোনো ব্যবসা করেছি কিংবা আমার কোনো অনুসারী ব্যবসা করেছেন। আসলে রাজনীতির মধ্যে এখন পোকা ধরে গেছে। রাজনীতিতে অনেক অসততা চলে আসছে। অনেকেই মনে করেন রাজনীতি মানেই ব্যবসা বাণিজ্য। আমি এমপি থাকার ৫ বছরের মধ্যে কোন এলাকায় উন্নয়ন কাজ করি নাই। সব এলাকায় আমার উন্নয়ন কাজ দৃশ্যমান রয়েছে। এক জায়গাতেও পাবেন না যেখানে আমি ঠিকাদারি করেছি। সবসময় আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার উপর এখনো যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা বহি:প্রকাশ দেখিয়েছেন, আমার কাছে আপনাদের মনের ভাব প্রকাশ করেছেন এতে আমি অভিভূত। এর প্রতিদান দেওয়ার সামর্থ্য আমার নেই। তবে আমি কথা দিচ্ছি, আমি এর প্রতিদান দেওয়ার যথাযথ চেষ্টা করবো। ছাত্রজীবন থেকেই আমি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের কল্যানে কাজ করার চেষ্টা করে আসছি। রাজনৈতিক জীবনেও একই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করে আসছি। পারিবারিক শিক্ষার মধ্য দিয়ে আমার জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আদর্শ গড়ে উঠে। এই আদর্শ থেকে আমি এক চুলও সরে যাই নি। কখনো সরবোও না।

Islam's Group