News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আড়াইহাজারে  জামায়াত প্রার্থীর  গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৭:৫৮ পিএম আড়াইহাজারে  জামায়াত প্রার্থীর  গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাাজরের কালাপাহাড়িয়া ইউনিয়নের উদ্যোগে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা আসামী নির্বাচনকে সামনে রেখে  গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। 

শুক্রবার ১০ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। 

এই সময় উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রিন্সিপাল মহিবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আশিকুর রহমান, জামায়াত নেতা নজরুল ইসলাম প্রমুখ। তারা উপস্থিত জনগণকে দলীয় নীতিমালা ও নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়া স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি অধ্যাপক ইলিয়াস মোল্লা তার বক্তব্যে বলেন, আমরা আগামী নির্বাচনে জনগণের আশা ও আস্থা পূরণ করতে চাই। জনগণের কল্যাণ ও স্থানীয় উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করব। দাড়িপাল্লা মার্কার মানুষদের সহযোগিতা এবং সমর্থন আমাদের দায়িত্বকে আরও শক্তিশালী করবে।
 

Islam's Group