সারাদেশে অব্যাহত তীব্র শৈত প্রবাহের কারণে যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত। এই অবস্থায় ২৯ ডিসেম্বর মদনপুর ইউনিয়নের নাজিমউদ্দিন ভুঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণের মানবিক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।
তাঁর উদ্যোগে নগর বন্দরের বিভিন্ন এলাকায় শীতার্ত দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মদনপুর ইউনিয়নের হাজী নাজিমুদ্দিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
মাসুদুজ্জামান বলেন, একজন বিত্তবান নাগরিক হিসেবে সমাজ ও মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। তীব্র শৈত প্রবাহে অসহায় মানুষ যখন কষ্ট পাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কম্বল বিতরণের মাধ্যমে সমাজের প্রতি আমার দায়িত্বের সামান্য অংশ পালন করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পাশাপাশি তিনি অন্যান্য বিত্তবানদেরও এই শীতে খাবার ও শীতবস্ত্র নিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।








































আপনার মতামত লিখুন :