News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জ-৫ আসনে সৈয়দ বাহাদুর শাহর মনোনয়নপত্র দাখিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৩০ পিএম নারায়ণগঞ্জ-৫ আসনে সৈয়দ বাহাদুর শাহর মনোনয়নপত্র দাখিল

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আইএফবি) কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী’র পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মো: তরিকুল হাসান লিংকন।

মনোনয়নপত্র জমাদানকালে মো: তরিকুল হাসান লিংকন বলেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী একজন আদর্শিক ও জনকল্যাণমুখী নেতা। আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে  ও জনসেবার সুযোগ দেবেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইকবাল সোবহান এপোলো, সিনিয়র সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান গেলমান, সহ সভাপতি হাজী মো: নুরুল ইসলাম, হাজী মিজানুর রহমান মিজান, হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক মো: আমানত উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মো: সানি দেওয়ান, দপ্তর সম্পাদক মো: মিলন হোসেন এবং ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আব্দুর রহমান শান্ত প্রমুখ।

নেতারা জানান, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এই আসনের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে বদ্ধপরিকর
 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group