ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (আইএফবি) কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী’র পক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মো: তরিকুল হাসান লিংকন।
মনোনয়নপত্র জমাদানকালে মো: তরিকুল হাসান লিংকন বলেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী একজন আদর্শিক ও জনকল্যাণমুখী নেতা। আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে ও জনসেবার সুযোগ দেবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইকবাল সোবহান এপোলো, সিনিয়র সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান গেলমান, সহ সভাপতি হাজী মো: নুরুল ইসলাম, হাজী মিজানুর রহমান মিজান, হাবিবুর রহমান হাবিব, সহ সাধারণ সম্পাদক মো: আমানত উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মো: সানি দেওয়ান, দপ্তর সম্পাদক মো: মিলন হোসেন এবং ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আব্দুর রহমান শান্ত প্রমুখ।
নেতারা জানান, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এই আসনের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে বদ্ধপরিকর


































আপনার মতামত লিখুন :