News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

বিএনপি ভাঙার নেতা, গাজী-বাবুর ঘনিষ্ঠজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৪২ পিএম বিএনপি ভাঙার নেতা, গাজী-বাবুর ঘনিষ্ঠজন

বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। ২০২৪ এর সংসদ নিনর্বাচনে তিনি বিএনপি ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত তৃণমূল বিএনপি হতে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়নপত্র জমা দিলেও ভোটের আগেরদিন সরে আসেন। ওই সময়ে তিনি নারায়ণগঞ্জ সমিতি গঠন করেছিলেন। এর প্রধান উপদেষ্টা করেন তৎকালের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এছাড়াও তাঁর সঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ছিল সুসম্পর্ক।

তথ্য বলছে, ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীতা ১% সমর্থন যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীতা বাতিলের অনুতাপ থেকে রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর তিনি ২০১৪ সালের নভেম্বর মাসে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দিয়ে দল গঠন করেন। ২০১৮ সালে একাদশ নির্বাচনের পূর্বে নিবন্ধনের আবেদন করলে কমিশন তা খারিজ করেদেন। খারিজের বিরুদ্ধে কমিশনকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্ট বিভাগের ভেকেশন কোর্টে রীট দাখিল করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও কে.এম হাফিজুর রহমানের আদালত বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে কেন নিবন্ধন দেয়া হবে না এইমর্মে কমিশনের বিরুদ্ধে ৪ সপ্তাহের রুল জারি করেন। পরবর্তীতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিচারপতি আশরাফুল ইসলাম কোর্টে শুনানীর অপক্ষামান থাকাকালীন ৬জন আইনজীবি নিয়োগের মধ্যে প্রধান আইনজীবি মৃত্যুবরণ করেন। আদালতে রীট চলাকালীন একাদশ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৫ ও নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমাদেন। আবারো ১% সমর্থন যাচাই-বাছাইয়ে কমিশন দু’টি মনোনয়নপত্রই বাতিল করেন। ২০২৪ সালে দ্বাদশ নির্বাচনে জোটগতভাবে ঢাকা-৫ ও নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেও ভোট গ্রহণের পূর্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখান করেন। সংবাদ সম্মেলনের পর তিনি দীর্ঘ ছয় মাস আত্মগোপনে ছিলেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group