News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

আড়াইহাজারে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, একজন‌কে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:২৫ পিএম আড়াইহাজারে কৃষিজমি কেটে মাটি উত্তোলন, একজন‌কে জরিমানা

আড়াইহাজার উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণ্দি বালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের অভিযোগে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আবু তালেবের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। আদালত চলাকালে তিনি বলেন, অনুমতি ব্যতিরেকে কৃষিজমি কেটে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় উপস্থিত স্থানীয়দের কৃষিজমি বিনষ্টের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনে মাটি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group