নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ইতিবাচক কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজ আশাবাদী বলে জানিয়েছেন বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
মোরশেদ সারোয়ার সোহেল বলেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় খানপুর হাসপাতালে ১০টি সিসিইউ বেড স্থাপনসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি তিনি নিজে রক্তদান করে পুরো সমাজকে রক্তদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ করেছেন, যা নিঃসন্দেহে অনুকরণীয়। এজন্য আমি জেলা প্রশাসক মহোদয় ও তাঁর টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার পূর্বের কর্মস্থলে ইতিবাচক কাজের দারুণ নজির রেখে এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জেও তিনি সৎ, নিবেদিতপ্রাণ ও মানবিক একজন কর্মকর্তা হিসেবে সফল হবেন। একইসাথে আমি পুলিশ প্রশাসনের পুরো টিমকে ধন্যবাদ জানাই।
সোহেল বলেন, আমাদের সৌভাগ্য যে এমন দুইজন ইতিবাচক, মানবিক ও কর্মপ্রাণ ব্যক্তিত্ব একইসাথে আমাদের জেলার দায়িত্বে নিয়োজিত আছেন। তাই আমরা ব্যবসায়ী সমাজ আশাবাদী যে, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ হবে যানজটমুক্ত, পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও উন্নত একটি জেলা।
প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে, আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য আরও নিরাপদ ও গতিশীল হবে। আর সবচেয়ে বড় প্রত্যাশা, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নারায়ণগঞ্জের মানুষের ভোগান্তি কমাতে যানজট সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
কিশোর অপরাধ প্রসঙ্গে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, কিশোর গ্যাং নির্মূল করতে হলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানকে বুঝাতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লা থেকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে হলে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সবশেষে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তিনি আশ্বস্ত করে বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল ইতিবাচক কাজে ব্যবসায়ী সমাজ সর্বোচ্চ সহযোগিতা করবে। উন্নয়ন ও সুশাসনের প্রতিটি উদ্যোগে আমরা প্রশাসনের পাশে থাকব।
আপনার মতামত লিখুন :