দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিযনের ৯নং ওযার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
রোববার ১৪ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. আমিনুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় দলের সকল স্তরের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয়।
জানা যায়, যুবদল নেতা শফিক চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই অভিযোগের কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত হতে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :