News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:৫৪ পিএম ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি অনেক পন্থার উত্থান এবং পতন দেখেছি, তবে কোন পন্থাই এদেশে প্রকৃত শান্তি আনতে পারেনি, প্রকৃত শান্তি দিতে পারে একমাত্র ইসলাম।

কেননা, রাসূল (সা:) পৃথিবীতে শান্তির দূত হিসেবে প্রেরিত হয়েছিলেন, তার আগমনের পর থেকেই পৃথিবীতে শান্তির আবহাওয়া বইতে শুরু করে। যা আমরা তার সীরাতে দেখতে পাই।

তিনি আরো বলেন, রাসূল (সা:) মদিনায় হিজরতের পরে ঐতিহাসিক মদিনা সনদের ভিত্তিতে এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যে রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি পেশার মানুষেরা শান্তিতে বসবাস করা শুরু করেন। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই ইসলাম-ই মানুষ কে প্রকৃত শান্তি দিতে পারে।

এখন প্রকৃত শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

রোববার ১৪ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি রুবেল হোসাইনের সভাপতিত্বে আসন্ন জাতীয় নির্বাচনে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম ও সহ-সভাপতি আমানউল্লাহ।

Islam's Group