News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

ডিসির সাথে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৭:৩৬ পিএম ডিসির সাথে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রবিবার দুপুর ১২ টায় নগবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, নগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সেক্রেটারি সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, বন্দর থানার দায়িত্বশীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মুফতি মাসুম বিল্লাহ জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে স্বগত জানান এবং বিভিন্ন বিষয়ে তার সাথে কুশল বিনিময় করেন। জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অবদানের কথা ব্যক্ত করে বলেন, পুলিশ লাইনে দিন-রাত মিলিয়ে প্রায় ৮০ জন নেতাকর্মী পর্যায়ক্রমে পাহাড়া দিয়েছেন। বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ইত্যাদি পাহাড়া দেওয়া সহ সর্বোপরি জুলাই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলাম।

পাশাপাশি আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যাতে বিদ্যামান থাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করলে জেলা প্রশাসক আশ্বস্ত করে বলেন, ছোট বড় সকল দল যেন তাদের ইশতেহার নিয়ে জনগণেরে কাছে পৌঁছতে পারে সে সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করব।

পরিশেষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Islam's Group