বন্দরের নবীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের নেতা মো. রুবেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছেন র্যাব ১১ এর একটি দল। শুক্রবার ১৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় নরসিংদীর মাধবদী থানাধীন বিবিরকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মো. আদম আলী ছেলে।
শুক্রবার বিকেলে র্যাব-১১ এর উপ-পরিচালকা কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৬ জানুয়ারি বন্দরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনা করে জানতে পারে, বন্দরে নবীগঞ্জ জোনাল অফিসের আওতায় পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশন এ গত গত ১৬ জানুয়ারি দিবাগত রাত ১টা থেকে ২ টার মধ্যে ১২/১৩ জনের একদল অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হানা দেয়। ডাকাতদল গেট টপকে ভিতরে প্রবেশ করে এবং কর্তব্যরত নিরাপত্তা প্রহরী লাইনম্যান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার কে গামছা/রশি দিয়ে হাত পা বেধে ফেলে এবং জিম্মি করে। আগত ডাকাতদলের কয়েকজনের শরীরে ডিবি লিখিত পোষাক পরিহিত ছিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মেইন গেটের ২টি ও স্টোর রুমের ১টি তালা কেটে সাব স্টেশনে রক্ষিত বিভিন্ন সাইজের বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসি টিভি ও কম্পিউটার এক্সসরিজ ডাকাতি করে পালিয়ে যায়। সিসিটিভি এবং কম্পিউটার ভাঙচুর করে হার্ড ডিস্ক নিয়ে যায়।
পরবর্তী র্যাব-১১ বিষয়টি নিয়ে তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।








































আপনার মতামত লিখুন :