নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার সনমান্দী অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
ব্রিজটির এই বেহাল দশা দেখে ২৫ আগস্ট সোমবার সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী নেতা সাখাওয়াত হোসেন এর সার্বিক তত্বাবধানে ব্রিজটির সংস্কার কাজ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভুঁইয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ফেরদৌস, সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি আব্দুস সাত্তার, সদস্য আমীর হামজা, ফেজ হাফিজুল ইসলাম সহ আরো অনেকে।
২০ থেকে ৩০টি গ্রামের কয়েক হাজার লোকজনের উপজেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো আটোরিকশা, সিএনজি, চলাচল করে।
ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তর খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবার ভেঙে গেছে।
জানা যায়, বিএনপি'র সাবেক মন্ত্রী রেজাউল করিম ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে। যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :