নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা ও সিটি কর্পোরেশনের একাধিক এলাকা গ্যাস বিহীন রয়েছে দীর্ঘ সময় যাবৎ। টানা বৃষ্টি কারণে ত্রিবেনী পুলের নিচে তিতাস গ্যাসে মেইন পাইপে পানি জমে যাওয়ায় এমনতা হয়েছে বলে জানিয়েছে তিতাসের প্রকৌশলী টিম।
সোমবার সকালে বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ ও তিতাস গ্যাসের প্রকৌশলী টিমের সদস্য ত্রিবেনী পুল এলাকা পরিদর্শন করে গ্যাস সরবরাহে বন্ধে প্রধান সমস্যা নির্ধারণ করেন। এ সময় আগামী ২/৩ দিনের মধ্যে গ্যাসের মেইন পাইপ পানি নিষ্কাশন ও ত্রিবেনী পুলের উপর দিয়ে নতুন পাইপ সংযোজন করে সমস্যা সমাধানে আশ্বাস দেয়া হয়েছে।
জানা যায়, ত্রিবেনী পুলের নিচে পানি গ্যাসের মেইন পাইপ পানি জমাটের কারণে গ্যাসহীন ত্রিবেনী পুল, কেল্লা, সোনাকান্দা, এনায়েতনগর, হাজীগঞ্জ, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, ইসলাপুর, কলাগাছিয়া সহ একাধিক এলাকা।
বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ জানান, বন্দর ত্রিবেণী ব্রিজ হতে কলাগাছিয়া ইউনিয়ন পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার জুড়ে তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ছিল। প্রধান পাইপে পানি জমাটের কারণে বাসা বাড়িতে গ্যাস সরবরাহে বন্ধ রয়েছে। দ্রুত সময়ে সমস্যা সমাধান করার লক্ষ্যে সোমবার তিতাস গ্যাসের প্রকৌশলীর নেতৃত্বে টিম পরিদর্শন করেছেন। তারা গ্যাস সরবরাহে বন্ধের কারণ সনাক্ত করেছেন। আগামী ২/৩ দিনের মধ্যে পানি নিষ্কাশন করে গ্যাস সরবরাহ করা হবে।
আপনার মতামত লিখুন :