News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদে লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৮:৪২ পিএম আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদে লাশ উদ্ধার

আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা পুরুষের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী শীলাবাড়ি এলাকার রফিজউদ্দিনের পাওয়ার লুম মিলের পশ্চিম পাশে নদ থেকে লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, লাশের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগ বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Islam's Group