বন্দরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর বিকেল ৪টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকায় দুই সমাজের উদ্যাগে স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক নির্মূল পুলিশের একার কাজ না সামাজিকভাবেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন,সবার আগে খেয়াল রাখতে হবে সর্ষের মধ্যে যাতে ভুত না থাকে। মাদক সংশ্লিষ্ট পরিবারের কোন সদস্য এই আন্দোলনে থাকলে বিতর্ক সৃষ্টি হবে। কাজেই যা করতে হবে বুঝে শুনে। তারা আরো বলেন, প্রয়োজনে জীবন দিবো তবু মাদক নির্মূল করবো। মাদকের সঙ্গে কোন আপোস করবো না। এদের শিকড় সমূলে উৎপাটন করতেই হবে।
শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিলউদ্দিনের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, বন্দর থানার সাব-ইন্সপেক্টর শহীদুল ইসলাম, শান্তিনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাদবর,সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন, গাউছুল আযম জামে মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী বাহাউদ্দিন ও বাইতুল মামুর জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন।
সমাজ সেবক মহিউদ্দিন মৃধার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সাব-ইন্সপেক্টর ফারুক হোসেন, গাউছুল আযম জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মুহাম্মদ জুয়েল, শাহাদাত হোসেন, সদস্য মুহাম্মদ জাবেদ, সমাজ সেবক আব্বাস উদ্দীন হাওলাদার, আব্দুল করিম, মুহাম্মদ নাসিরউদ্দীন, আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








































আপনার মতামত লিখুন :