News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ইসলামী রাষ্ট্র কায়েমে ৮ দলের ভূমিকা নিয়ে  হেফাজত আমিরের মন্তব্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১২:৩৯ পিএম ইসলামী রাষ্ট্র কায়েমে ৮ দলের ভূমিকা নিয়ে  হেফাজত আমিরের মন্তব্য

বর্তমানে দেশে নির্বাচনকেন্দ্রীক ৮টি ইসলামী দলের জোটের ভবিষ্যৎ ও তাদের প্রতিশ্রুতিকৃত ইসলামী রাষ্ট্র ও ইসলামী হুকুমাতের দেশ গঠনের যে বক্তব্য দেওয়া হচ্ছে তাঁর তীব্র বিরোধীতা নিয়ে ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে জুমআর খুতবার বয়ানের সময়ে তুমুল হট্টগোল হয়েছে। জুমবার বয়ান চলাকালে খতিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল ৮ দলের কড়া সমালোচনা করেন। ওই সময়ে মসজিদের নিচ তলায় থাকা জামায়াতে ইসলামের কয়েকজন ও পরে ইসলামী আন্দোলনের একাধিক ব্যক্তি দাঁড়িয়ে হৈ চৈ করতে থাকে। অন্য মুসল্লীরা তখন বাধা দিলে দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। প্রায় কয়েক মিনিট ধরে চলে তর্ক বিতর্ক। একজনকে তখন মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা হলে উত্তেজনা বেড়ে যায়। পরে অন্যরা দ্রুত সেটা নিস্পত্তি করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমআর নামাজের খুতবার বয়ানে আব্দুল আউয়াল বলেন, দেশের মাত্র কয়েক পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। আমাদের সকলের মনে চাইলেও আমরা সেটা অনেকেই বলতে পারি না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে গেলে দেশে সুদের কারবার, ব্যাংকিং সেক্টর, জুয়ার আড্ডা, মদের বার বন্ধ হয়ে যাবে। ইসলামী শরীয়ত মোতাবেক চলতে গেলে বিদেশী অনেক রাষ্ট্র মুখ ফিরিয়ে নিবে। গার্মেন্ট সেক্টর বন্ধ হয়ে যাবে। আর যারা বলে ইসলামী শরীয়ত কায়েম করা হবে তাদের অনেককই পাশের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাদির মত গুলি করে মারবে। সুতরাং এসব বললেই হবে না। এটা সেক্যুলার ইসলাম হতে পারে এটা শরীয়তের ইসলাম নয়। এরই মধ্যে একটি দলের প্রধান লন্ডন গেছেন দেখা করতে। সেখানে গিয়ে সমঝোতা করবেন। সুতরাং মদীনার ইসলাম সনদের মধ্যে কি লেখা আছে সেটা দেখে আসেন। আপনি যে ইসলাম চাইতেছেন সে ইসলাম এভাবে আসবে না কোনোদিন।

তিনি আরও বলেন, আপনি লিখে রাখেন এই দেশের ইসলামের হুকুমাত আপনাদের এইভাবে এই সরকারকে ঠিক রেখে সুদ জেনা ব্যভিচার মদ ঠিক রেখে আপনি বাহির রাষ্ট্রের সাপোর্ট পাবেন আর এগুলো অস্বীকার করবেন এই দেশে হবে না কোনোদিন। সামনে কয়দিন আছে আমরা দেখবো আপনারা কত ধানে কত চাল কিভাবে পারেন। মদীনার ইসলাম কায়েম করবেন আসেন আপনারা সেভাবে। সে শর্তগুলো পূরণ করেন। মদীনার ইসলাম কিভাবে কায়েম করেন আমরা দেখতে চাই। মুষ্টিমেয় কয়েকজন স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্ন এভাবে আসবে না।

আবদুল আউয়ালের বয়ানের ওই বক্তব্যেরর সময়ে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলনের কয়েকজন পাল্টা কথা বলতে থাকে। এক পর্যায়ে নিচ তলার বারান্দায় ইসলামী আন্দোলনের একজন উঠে দাঁড়িয়ে বয়ানের প্রতিবাদ করেন এবং কোন পথে সমাধান জানতে চেয়ে হৈ চৈ করেন। ওই সময়ে মসজিদে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group