News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সচেতনতা এবং দায়িত্বশীলতা ডেঙ্গু মোকাবিলা অসম্ভব : তরিকুল সুজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৯:৪৩ পিএম সচেতনতা এবং দায়িত্বশীলতা ডেঙ্গু মোকাবিলা অসম্ভব : তরিকুল সুজন

বৃহস্পতিবার ৯ অক্টোবর ১১ টায় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়ায় প্রভাতী সংসদ এর ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জনসচেতনতা এবং ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, সিটি কর্পোরেশন যথাসময়ে ডেঙ্গু মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নি। তারা ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে, দায়সাড়া ঘোষণা দিয়ে নগরবাসীকে আল্লাহ ভরসায় ছেড়ে দিয়েছেন। এরকম অদায়িত্বশীল আচরণের ফলে নারায়ণগঞ্জের ঘরে ঘরে আজ ডেঙ্গু আক্রান্ত রোগী। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে।অবস্থা এমন দাঁড়িয়েছে যে, হাসপাতালে জায়গা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। এমনকি ওয়ার্ডের দরজার সামনেও রোগীদের শুয়ে থাকতে দেখা যাচ্ছে। অপরদিকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার শিকার হচ্ছেন রোগীরা। কোন হাসপাতালেই চিকিৎসার যথাযথ পরিবেশ নেই। চিকিৎসা সেবার অব্যবস্থাপনা দায় কোনভাবেই সিভিল সার্জন এড়াতে পারেন না।

তিনি আরো বলেন, আমরা গত ৫ দিন ধরে বিভিন্ন এলাকায় জনসচেতনতা সৃষ্টি করতে গিয়ে আমরা দেখেছি নগরবাসী সচেতন নয়। বাড়ির আঙ্গিনা, দুই বিল্ডিং এর মাঝের অংশে ভয়াবহ ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করার কোন দায়ও বাড়ির বাসিন্দা কিংবা বাড়ির মালিকরা বোধ করছেন না। বাড়ি সংলগ্ন ড্রেনে ময়লা প্লাস্টিক জমে জমাট হয়ে আছে। পরিত্যক্ত বাড়ি কিংবা জমিতে ঝোপঝাড় সৃষ্টি হয়েছে। এই সমস্ত জমিতে ডাবের খোসা, প্লাস্টিকের বাটিতে, ওয়ান টাইম কাপে পুরাতন পানি জমে আছে। যা দেখার এবং পরিস্কার করার কেউ নেই। নগরবাসী, বাড়ির বাসিন্দা কিংবা বাড়ির মালিকরা যদি সচেতন না হন, দায়িত্বশীল আচরণ না করেন তবে কোন ভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আমরা নগরবাসীর প্রতি আহŸান জানাই, একজনের অসচেতনতার জন্য সবাইকে খেসারত দিতে হচ্ছে। বাড়ি ঘর পরিস্কার রেখে নিজেকে ডেঙ্গু থেকে বাঁচুন, নগরবাসীকে বাঁচান।

জনসচেতনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, নারী সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক পপি রানী সরকার, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, সমাজসেবক আরিফুল হক নির্ঝর, সাদ্দাম হোসেন রিগান, সুমন সাহাসহ এলাকাবাসীরাও জনসচেতনতায় অংশ নেন।

Islam's Group