News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

আড়াইহাজারে শীতার্তদের খোঁজে ইউএনও


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:২১ পিএম আড়াইহাজারে শীতার্তদের খোঁজে ইউএনও

কনকনে শীত, ঘন কুয়াশা আর নিস্তব্ধ রাত। এমন রাতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট আরও তীব্র হয়ে ওঠে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে গভীর রাতে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুর রহমান।

রোববার গভীর রাতে তিনি খাসেরকান্দী আশ্রয়ণ প্রকল্প, সাদারদীয়া আশ্রয়ণ, বিষনন্দী ফেরি ঘাট, রামচন্দ্রদী বাজার, আড়াইহাজার পুরান থানার লেবার কলোনি ও আড়াইহাজার পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষদের হাতে কম্বল তুলে দেন। শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে, কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা।

ইউএনও মোঃ আসাদুর রহমান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাত-দিন বিবেচনা না করে যতটুকু সম্ভব সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group