News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

একদল বের হয়েছে, আগে সংস্কার পরে নির্বাচন : আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৬:৪৬ পিএম একদল বের হয়েছে, আগে সংস্কার পরে নির্বাচন : আশা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, একদল বের হয়েছে, আগে সংস্কার পরে নির্বাচন। আমরা এই সংস্কার আরও দুই বছর আগেই চেয়েছি। রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে ৩১ দফা আমরা তুলে ধরেছি। এর প্রচার প্রচারণা আমাদের বাড়াতে হবে। তাহলে মানুষই এসকল ভ্রান্ত ধারণার উত্তর দিয়ে দিবে।

মঙ্গলবার ১৭ জুন নারায়ণগঞ্জ শহরের বন্দর ঘাট এলাকায় বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দাবি দিয়েছেন। ৩১ দফা দাবির প্রচারণার পাশাপাশি আপনারা জানেন করোনার নতুন ভেরিয়েন্ট এসেছে যেটার উপসর্গ থাকে না। আমাদের দলের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে নির্দেশ দেয়া হয়েছে। আমরা আজ দ্বিতীয় দিনের মত মাঠে নেমেছি ও মানুষকে সচেতন করতে কাজ করছি।


তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সচেতন হতে হবে। আমাদেরকে সকলকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

Islam's Group