News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জামায়াতের মতবিনিময় 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৯:২৯ পিএম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জামায়াতের মতবিনিময় 

জুলাই-২৪ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশিত নারায়ণগঞ্জ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামী উদ্যোগে আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল কাদির, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাসান ইমাম মুন্সি, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ কবির হোসাইন ও সেক্রেটারি ইলিয়াস হোসাইন।

মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা মনে করেছিলাম বাংলাদেশে আর কোনো অবিচার অন্যায় হবে না। বাংলাদেশ ধীরে ধীরে সুন্দরের পথে সত্যের পক্ষে ন্যায়ের পথে কল্যাণের পক্ষে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু এই অন্তবর্তীকালিন নানাভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও রাজনৈতিক দলের নানা অপকর্মে কারণে জুলাইয়ের ত্যাগ ভেস্তে যেতে বসছে। আমরা সবাই প্রতিজ্ঞা করতে চাই বাংলাদেশে আর কোনো জুলুমবাজি দুঃশাসন আমরা সহ্য করবো না।

তিনি আরও বলেন, যারা ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সেগুলো দুঃস্বপ্ন। বাংলাদেশ এই কাজ আর করতে দেয়া হবে না। যারা এই দখলবাজি করবে যারা আমাদের মাথায় কাঠাল ভেঙ্গে খেতে চাইবে তাদেরকে আমরা রুখে দিবো। রাজনৈতিক দলের কোনো কর্মী সন্ত্রাসী হতে পারে না।

সেই সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপি'র যুগ্ম সমন্বয়ক আহামেদুর রহমান তনু, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, মহানগরী সহ-সভাপতি হাফেজ আবু সাইদ, সেক্রেটারি আল আমিন রাকিব, জেলা গণঅধিকার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও মহানগরী সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভুঁইয়া ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আহবায়ক নিরব রায়হান।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফ উদ্দিন মনির, মুখলেসুর রহমান ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা।

Islam's Group