নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার ১০ জুন রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে মো. আমিনুল ইসলামকে সভাপতি, মাহমুদা আক্তার সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়াও আবু ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও মাহমুদা আক্তার মিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, আমাকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানিয়েছেন।
এদিকে দীর্ঘ লম্বা সময়ের পর কলেজ কমিটির নেতৃত্ব পাওয়া ছাত্র নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়েছে সোনারগাঁ আসনের বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছর পর সোনারগাঁ সরকারি কলেজে ছাত্র দলের কমিটি অনুমোদন দেওয়া হয়। যদিও এর আগে আহবায়ক কমিটি দিয়ে দলের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :