News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এক গডফাডার গেছে অনেক গডফাডার সৃষ্টি হয়েছে : মাসুম বিল্লাহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৯:৩৩ পিএম এক গডফাডার গেছে অনেক গডফাডার সৃষ্টি হয়েছে : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার আমাদের ভাই বোনেরা জনতা রক্ত দিয়েছেন। হাজার হাজার ভাই বোন আহত হয়েছেন। এই প্রতিদান কি আজকেই এ প্রেক্ষাপট। আমি ধিক্কার জানাই যারা এসমস্ত কাজ করেছেন। এখন পর্যন্ত আপনাদের সম্মান দিয়ে কথা বলছি। সামনে যদি এরকম করতে থাকেন তাহলে আর সম্মান জানাবো না বরং নিষিদ্ধ করার জন্য সকলে মিলে মাঠে নামবো।

জুলাই-২৪ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশিত নারায়ণগঞ্জ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শনিবার (১২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামী উদ্যোগে আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক গডফাডার গেছে আরও অনেক গডফাডার সৃষ্টি হয়েছে। আসামীরা জামিন পেয়ে যাচ্ছে। তারা জামিন কিভাবে পায়? নারায়ণগঞ্জের অনেক অপরাধী সকালে কোর্টে উঠে বিকেলে জামিন পেয়ে যায়। যদি অপরাধীর শাস্তি না হয় তাহলে মব জাস্টিস হবেই। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক হন। যদি সতর্ক না হন সামনে কি পরিস্থিতি হবে জানি না।

Islam's Group