নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার ভবন উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলার ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। পরে তিনি জনসাধারণের মাঝে বিএনপি’র ৩১দফার লিফলেট বিতরণ করেন।
এর আগে, শনিবার ১২ জুলাই বিকেলে মাদ্রাসা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভবন উদ্বোধন করা হয়। সোনারগাঁ চাষী হাউজিং প্রাইভেট লিমিটেড সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ আমজাদ হক আপেল।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, মানুষ দুটি কারণে ধ্বংস হয়ে যায়। একটি হলো অতিরিক্ত খাবার অন্যটি লোভ। বেশি খাবার খেলে শরীরে বিভিন্ন রোগ দেখা যায়, তেমনি লোভ করলে দেশ ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো বলেন, বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুণাবলি তৈরি হয়। হাদিস এবং কোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো অপরাধ করবে না। মানুষের দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কুরআনের প্রকৃত ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিলে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে।
আপনার মতামত লিখুন :