News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৮:২০ পিএম হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

যুবদল নেতা কর্তৃক মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে অকল্পনীয় নৃশংস হত্যার বিচার ও দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের সকল অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার ১২ জুলাই দুপুরে শহরের চাষাঢ়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে ২নং রেলগেট গিয়ে মিছিলটি শেষ হয়। 

এর আগে, সমাবেশে বক্তারা বলেন, যুবদলের নেতাকে চাঁদা না দেওয়ার কারণে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভ্যুথান হয়েছে প্রয়োজনে সশস্ত্র বিপ্লব হবে তবুও এই বাংলার জমিনে ছাত্র-জনতা নব্য আর ফ্যাসিবাদের জন্মাতে দিবে না। দিল্লীর প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে আপনাদের জনগণের কাতারে আসতে হবে। যদি ব্যবসায়ী সোহাগ হত্যাকান্ডের সঠিক বিচার না হয়, ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটে তাহলে বাংলার ছাত্র জনতা মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করবে। আর যারা এসব খুনের পিছনে কলকাঠি নাড়ে আমরা তাদেরও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মাহফুজ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মুখপাত্র সারফরাজ হক সজীব, জহিরুল ইসলাম, জাহিদুল হক বাধন, ফারদিন শেখ, ফাহিম খন্দকার অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Islam's Group