৩১ দফার ভিত্তিতে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে বন্দরের ঘারমোরা কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগরের কলাগাছিয়া ও বন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক হোসেন এবং প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোকন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু ও মো. আলমগীর হোসেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল ও মো. মোজাম্মেল।
আপনার মতামত লিখুন :